২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ| ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ| ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি| বিকাল ৫:৪৫| হেমন্তকাল|
Title :
বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নাগরপুরের খামারধল্লায় বাৎসরিক ওয়াজ মাহফিলের উদ্বোধনে জনপ্রিয় চেয়ারম্যান তোফায়েল আহমেদ মোল্লা “আমরা চাই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হোক যাতে আমরা এবং আপনারা আপনাদের ভোটটা দিতে পারেন” – মীর আবুল কালাম আজাদ রতন বালিয়াডাঙ্গীতে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। নাগরপুরে উপজেলা বিএনপি’র উদ্যোগে ঐতিহাসিক সংহতি ও বিপ্লব দিবস উদযাপিত ঐতিহাসিক সংহতি ও বিপ্লব দিবসে বিএনপি নেতা মীর আবুল কালাম আজাদ রতন’র বিশেষ বার্তা ঐতিহাসিক সংহতি ও বিপ্লব দিবসে নাগরপুর উপজেলা ছাত্রদলের বিশেষ বার্তা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক “বিদ্যুৎ রূপান্তর কোন পথে?” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নাগরপুরে ইউ.পি চেয়ারম্যান এম ফিরোজ সিদ্দিকী’র পিতার মৃত্যুতে বিএনপি নেতা মীর আবুল কালাম আজাদ রতন’র বিশেষ শোক বরিশালে জাতীয় সমবায় দিবস পালিত

নীলফামারীর ডোমারে ৪৬ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল।

মোঃ সবুজ মিয়া, স্টাফ রিপোর্টার:
  • Update Time : বৃহস্পতিবার, জুন ৯, ২০২২,
  • 36 Time View

নীলফামারীর ডোমার উপজেলায় ৪৬ হাজার শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নিয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার সকাল সাড়ে দশ ঘটিকার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টিসেবা স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অবহিতকরণ সভার আয়োজন করেন।

সভায় জানানো হয়, ডোমার উপজেলায় ৬মাস থেকে ১২মাস বয়সী ৫হাজার দুইশত চারজন শিশুকে নীল রঙের একটি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে এবং ১২মাস থেকে ৫৯মাস বয়সী ৪০হাজার আটশত সাতজন শিশুকে লাল রঙের একটি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

আগামী ১২জুন হতে ১৫ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি স্থায়ী কেন্দ্র ও ২শত ৪০টি অস্থায়ী কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।প্রথম সারির ৩০জন সুপার ভাইজার ছাড়াও ৯০জন সুপার ভাইজারের সার্বিক তত্ববধানে ৪শত ৮২জন কর্মী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর বাস্তবায়ন করবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ তপন কুমার রায়ের সভাপতিত্বে অবহিতকরন সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমির হোসেন, স্বাস্থ্য কমপ্লেক্সের এমওডিসি ডাঃ আবুল আলা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তবিবুর রহমান প্রমূখ।

স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ বেলাল উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ডা. তৃতীয়া সরকার, ডা. তানিয়া ইসলাম, স্যানেটারী ইন্সপেক্টর আল আমিন রহমান, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার ইদ্রিস আলী, জানো প্রকল্পের ফিল্ড অফিসার রুকসানা বেগম প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category