ঝিনাইগাতীতে মাঝহারুল ইসলাম (২২) নামের একজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে রক্ত পরীক্ষা করে ওই ব্যক্তির ডেঙ্গু শনাক্ত হয়।
বর্তমানে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত বুধবার ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। মাজহারুল ইসলাম উপজেলার নয়াপাড়া গ্রামের নুর হোসেন এর ছেলে। তিনি পেশায় একজন গার্মেন্টস কর্মী। চলতি মাসের ২৭ তারিখে গাজীপুর থেকে বাড়িতে বেড়াতে যান। এরপর মঙ্গলবার থেকে জ্বর ও তীব্র মাথাব্যথা শুরু হয়। পরে সারা শরীরে ব্যথা অনুভব হলে তিনি গত বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। গতকাল বৃহস্পতিবার তার রক্ত পরীক্ষা করলে তার ডেঙ্গু শনাক্ত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন বলেন, ডেঙ্গু রোগী কে বিশেষ নজরে রাখা হয়েছে। ও তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। চলতি মাসের প্রথম সপ্তাহে আরো দুজনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে।