“শেখ হাসিনার বাংলাদেশ, দূষণ মুক্ত পরিবেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে পরিবেশ দিবস উপলক্ষে শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় সরকারি পেশাজীবী/পরিবহন চালক/সাংবাদিকদের নিয়ে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮মে) বিকেলে উপজেলা পরিষদের মিলনায়তনে সচেতনতামূলক প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব মূলক প্রকল্প,পরিবেশ অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নিবার্হী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে সচেতনতামূলক সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি (অতিরিক্ত সচিব) অতিরিক্ত মহাপরিচালক,পরিবেশ অধিদপ্তর হুমায়ুন কবীর, জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ মোমেনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার আসলাম উদ্দীন, রংপুর পরিবেশ অধিদপ্তরের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সদর দিনাজপুর আরজু উল্লাহ, পার্বতীপুর ল্যাম্ব হাসপাতালের পরিচালক খাইয়েল স্কর্ট।
এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার বিরামপুর সার্কেল একেএম ওহিদুন্নবী,থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, প্যানেল মেয়র আব্দুল আজাদ মন্ডল, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার, উপাধ্যক্ষ মেসবাউল হক, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিকছন চন্দ্র পাল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এআরএম আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর আলম, সমাজ সেবা অফিসার রাজুল ইসলাম, প্রধান শিক্ষক আরমান হোসেন, একাডেমি সুপার ভাইজার আব্দুস সালাম, পৌর কাউন্সিলবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, ইউপি মেম্বারবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ, সাংবাদিকবৃন্দ, পেশাজীবী পরিবহন চালক, সুধীমন্ডলী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।