নাটোর জেলার নলডাঙ্গা থানার মাদক বিরোধী অভিযানে থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক নিরস্ত্র শফিকুল ইসলাম এর নেতৃত্বে, এসআই( নিরস্ত্র), মোশারফ হোসেন, এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আজিজুল হক, এসআই (নিরস্ত্র) আশীষ কুমার সান্যাল,এসআই (নিরস্ত্র) ওমর ফারুক শিমুল, এসআই (নিরস্ত্র) মোহাম্মদ মেহেদুল করিম, এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আনোয়ার হোসেন সংগীয় ফোর্সের সহায়তায় বিকেল ০৫.১৫ টার সময়, নাটোর সদর থানাধীন ১ নং ছাতনী ইউনিয়ন এর অন্তর্গত তেলকুপি গ্রামস্হ , জনৈক বাবলু মোল্লা (৪০), পিতা আনু মোল্লা, এর টিনসেড বসতবাড়ীর পূর্ব দুয়ারী গোয়াল ঘরের ভেতর হইতে, ০১( এক) মন ১২(বার) কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সোনালী বেগম(২০), স্বামী সাগর মোল্লা ও নিলা বেগম(৪২), স্বামী বাবলু মোল্লা, উভয় সাং তেলকুপি স্কুলপাড়া, থানা ও জেলা নাটোরদ্বয়ের হেফাজত হইতে উদ্ধার করা হয়। এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত, একটি সিঙ্গেল কেবিন টাটা পিকআপ ও জব্দ করা হয়।
ঘটনার সহিত জড়িত পলাতক আসামী, সাগর মোল্লা(২৫), পিতা মৃত মিন্টু মোল্লা, সাং তেলকুপি ( স্কুলপাড়া), থানা ও জেলা নাটোর জব্দকৃত টাটা পিকআপ যোগে, অবৈধ মাদকদ্রব্য গাঁজা, লালমনির হাট সহ বিভিন্না জেলা হইতে সংগ্রহ করিয়া, আসামি সাগর এবং গ্রেফতারকৃত উপরোক্ত আসামীদ্বয় তাদের হেফাজত রাখিয়া মাদকসেবি সহ বিভিন্ন ব্যবসায়ীর নিকট সরবরাহ করে।
“চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে”
০১ মন ১২ কেজি গাঁজার আনুমানিক মূল্য ২০,৮০০০০/= (বিশ লক্ষ আশি হাজার টাকা) ০২( দুই) জন নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এতদসংক্রান্তে নাটোর সদর থানায় মামলা দায়ের কর হয়।