বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুকের উপর হামলার ঘটনায় প্রতিবাদ ও বিক্ষোভ করেছে বরিশাল সাংবাদিক ইউনিয়ন। আজ (৬ জুন) সোমবার বেলা সাড়ে ১১ টায় অশ্বিনী কুমার টাউন হলের সামনের সড়কে এই প্রতিবাদ কর্মসূচি পালন করে তারা।
বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি খোন্দকার মনিরুল আলমের সভাপতিত্বে বক্তারা বলেন, জাতীয় প্রেসক্লাব চত্বরে বিএনপির কর্মসূচি চলাকালীন সময়ে ওমর ফারুকের উপর হামলা এটি পরিকল্পিত কিনা সেটি প্রশাসনের খুঁজে বের করতে হবে।
আইনের আওতায় আনতে হবে দোষীদের । একই সাথে যারা এই হামলা করেছে তাদের খুঁজে বের করে সংগঠন থেকে বহিস্কারের দাবী জানায়। নতুবা আমাদের ফের প্রতিবাদ কর্মসূচিতে নামতে হবে। যে বিষয়টি কারো জন্য সুখকর হবে না ।
এখানে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়নের নেতা সুশান্ত ঘোষ, বিধান সরকার,বরিশাল রিপোর্টার্স ইউনিটি সভাপতি নজরুল বিশ্বাস,সাধারন সম্পাদক মিথুন সাহা, বাপ্পি মজুমদার বক্তব্য রাখেন