,
বরগুনা জেলার তালতলী উপজেলার ৫নং বড়বগী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত সাবেক সফল ইউপি সদস্য মোঃ জয়নাল মৃধার নির্বাচনী পোস্টার এডিড করে গুজব ছাড়াছেন এক দল চক্র ৷
। জানা যায়,টানা ২বার ফুটবল নিয়ে সফল ভাবে ৫নং বড়বগী ইউনিয়ন পরিষদের সদস্য হয় মোঃ জয়নাল মৃধা। এবার নির্বাচনে তিনি মার্কা তালা পেয়েছে। তারই সুযোগ নিয়ে এক দল চক্র। তালা মার্কায় পোস্টারে এডিড করে ফুটবল লিখে প্রচার করার অভিযোগ পাওয়া যায়। এ বিষয়ে তালা মার্কার প্রার্থী মোঃ জয়নাল মৃধা মুঠো ফোনে জানান। এটা একটি ষড়যন্ত্র । আমার ভোটের প্রতিক তালা । তাই এক দল চক্র আমার তালা মার্কায় পোষ্টারে ফুটবল লিখে প্রচার চালাচ্ছেন।
মোঃ জয়নাল মৃধা বলেন ৫নং বড়বগী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সকল ভোটারদের গুজবে কান না দেয়ার আহ্বান জানান|