নলডাঙ্গা থানার মাদকবিরোধী অভিযানে অবৈধ মাদকদ্রব্য ১০( দশ)গ্রাম গাঁজা সহ, মাদক ব্যবসায়ী, রহিম শেখ(৩৪) পিতা নিয়ামত আলী শেখ, সাং দিয়ার কাজীপুর, থানা নলডাংগা, জেলা নাটোরকে ০৬.২৫ টার সময়, নলডাংগা থানাধীন দিয়ার কাজিপুর গ্রামস্হ, নিয়ামত আলী(৭০), পিতা মৃত ইুসুফ আলী, সাং দিয়ার কাজীপুর, থানা নলডাঙ্গা, জেলা নাটোর এর বসত বাড়ির সামনে, দিয়ার কাজিপুর উত্তরপাড়া থেকে ত্রিমোহনী গামী কাঁচা রাস্তার উপর হইতে আটক করে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম পলাশ বলেন “যে মুখে ডাকি মা,সে মুখে মাদক না”
“মাদককে না বলুন” মাদক সমাজ ও দেশের শত্রু আসুন মাদক নিয়ন্ত্রনে একাত্মতা ঘোষণা করে নলডাঙ্গা থানা পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন।
সমাজ ও দেশকে মাদকের ভয়াল থাবা হইতে রক্ষা করতে পুলিশকে সঠিক সময়ে সঠিক তথ্য দিয়ে, আপনার সহযোগীতার হাত বাড়িয়ে দিন।আপনার পরিচয় গোপন রেখেই পুলিশ কাজ করবে। অফিসার ইনচার্জ, নলডাঙ্গা থানা এর সরকারি মোবাইল নম্বর ০১৩২০-১২৪৭৩০
উপরোক্ত মোবাইল নম্বরে ফোন/ মেসেজ এবং হোয়াটসঅ্যাপে কল/ মেসেজ দিয়ে তথ্য জানাতে পারবেন।
এছাড়াও নলডাঙ্গা থানা এলাকার জন্য,নলডাঙ্গা থানার নিম্নোক্ত ফেসবুক আই ডি লিংক ও বিট সমূহের পেজ এর লিংকে গিয়ে লাইক দিয়ে ও ফলোয়ার হয়ে আমাদের নিয়মিত আপডেট জানা সহ, আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং তথ্য দিতে পারবেন।
তথ্য দিন সেবা নিন পুলিশ সব সময় আপনার পাশেই আছে।
গাজা ব্যবসায়ির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে অদ্য তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।