বিক্ষোভে উত্তাল হয়েছে উঠেছে আওয়ামীলীগের দূর্গ হিসেবে খ্যাত ময়মনসিংহের ভালুকা ।
শনিবার সকালে স্থানীয় আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের হাজার-হাজার নেতাকর্মী বৃষ্টিকে উপেক্ষা করেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করে পরে মহাসড়কের পাশে এক প্রতিবাদ সভায় বক্তারা বিএনপিকে হুসিয়ারী দিয়ে হত্যার রাজনীতির পথ পরিহার করে জনকল্যানে রাজনীতি করার আহ্Ÿান জানান।আর তা হলে জনবিচ্ছিন্ন ও সন্ত্রাসী ওই রাজনীতিক দলটির,রাজনীতি করার অধিকার ছিনিয়ে নেয়া কথাও জানান তারা।
প্রতিবাদ সভায় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু এমপি,ভালুকা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শওকত আলী,সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তুফা,জেলা আওয়ামীলীগের সদস্য বিশিষ্ট শিল্পপতি এম এ ওয়াহেদ বক্তব্য রাখেন।
বিক্ষোভ সমাবেশে অংশ নেন ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ,ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,ইউপি চেয়ারম্যান আকরাম হোসেন,তোফায়েল আহম্মেদ বাচ্চু উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ খান,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলাম সরকার সাধারন সম্পাদক খলিলুর রহমান,কৃষকলীগের সভাপতি আহ্সান হাবিব মোহন ,সাধারন সম্পাদক জাকারিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ। #