ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে মো. সুজন মিয়া ওরফে মামুন (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সীডষ্টোর উত্তরবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. সুজন মিয়া ওরফে মামুন টাঙ্গাইলের কালিহাতি উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের হরিপুর উত্তরপাড়া এলাকার মো. লাল মিয়ার ছেলে। তবে সে ময়মনসিংহের ভালুকা উপজেলার সীডষ্টোর এলাকায় সাইদ তালুকদারের বোন মনুর বাড়ীর ভাড়াটিয়া হিসেবে বসবাস করত।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম।
তিনি বলেন, গ্রেপ্তার সুজন মিয়া ওরফে মামুন ভালুকায় দীর্ঘদিন যাবত মাদক বিক্রি করত। গোপন সংবাদের ভিত্তিতে তার সম্পর্কে জানতে পেরে প্রথমে অনুসন্ধান করা হয়। এরপর সত্যতা পেয়ে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় তার কাছে থাকা ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মামলা করা হয়েছে। এরপর আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। তার সাথে আরও কেউ মাদক বিক্রি করে কিনা তদন্ত করে প্রমাণ মিললে গ্রেপ্তার করা হবে।