শেখ হাসিনার উন্নয়ন আজ
দেখছে বিশ্বব্যাপি,
উন্নয়নের জোয়ার আজকে
বিশ্ব গেলো ছাপি।
পদ্মার বুকে পদ্মা সেতুর
গড়ার ইচ্ছে জাগে,
দেশের অর্থে গড়লো সেতু
নয়তো কারোর ভাগে।
জানুক এবার বিশ্ববাসী
বাঙালিরা সব’ই পারে,
বিজয় পেতে বীর বাঙালী
কখনো নাহি হারে।
শোনরে তোরা বিশ্ববাসী
দেখরে একটু চেয়ে,
বাঙালিরা হাসছে যে ভাই
পদ্মা সেতু পেয়ে।
স্বপ্নের পদ্মা সেতুর মোড়ক
উন্মোচন যে হবে,
আশার স্বপ্ন পুরুণ করলো
শেখ হাসিনা তবে।
এমন স্বপ্নেই দেশের মানুষ
বিভোর হয়ে ছিলো,
পদ্মা সেতুর গড়ার শপথ
শেখ হাসিনা নিলো।
সফল হলো শেখ হাসিনা
পদ্মার বিজয় পেলো,
নয়নাভিরাম সেতু দেখতে
আঁখি এবার মেলো।
পদ্মা সেতুর গড়ার লক্ষ্যে
কতোই বাঁধা আসে,
বিশ্ববাসী তোমরা যদি
থাকতে মোদের পাশে।
শেখ হাসিনার নেতৃত্বে আজ
সেতু পদ্মার বুকে,
দৃষ্টিনন্দন নির্মাণ দেখে
হাসির ঝলক মুখে।