মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা আজ বাউশিয়া পাখির মোড় থেকে ফরাজিকান্দি কবরস্থান পর্যন্ত নতুন মাটির রাস্তার কাজের উদ্বোধন করা হয় এসময় উপস্থিত ছিলেন –
মোঃ মনিরুজ্জামান মনির (ওসি হাইওয়ে গজারিয়া, মুন্সীগঞ্জ),মোঃ মিজানুর রহমান প্রধান চেয়ারম্যান বাউশিয়া ইউনিয়ন পরিষদ, আল মামুন প্রধান মেম্বার ০৮ নং ওয়ার্ড,মোঃ খোকন প্রধান,মোঃ রাসেল প্রধান, সাধারন সম্পাদক ৮ নং ওর্য়াড আওয়ামীলীগ,
এছাড়াও উপস্থিত ছিলেন এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার স্থানীয় জণগণ।
এই নতুন রাস্তাটি কাজের উদ্বোধন হওয়াতে সবার মাঝে খুশির আমেজ বিরাজমান,এতে তাদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তয়ন হয়েছে গ্রামের লাশগুলো কবরস্থানে আনা নেয়া করা সহ জনসাধারণের চলাচলের কষ্ট টুকু লাগব হয়েছে বলে জানান।
এরপর দেশনেত্রী উন্নয়নের রুপকার বাঙ্গালী জাতির অহংকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য দোয়া করেন,এবং উনার দীর্ঘআয়ু কামনা করেন।