নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার ২০২০-২১ অর্থবছরের ৯টি প্রকল্পের মধ্যদিয়ে উন্নয়ন কাজ শুরু হয়েছে। এর মধ্যে প্রায় ৩ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে একটি এবং প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা ব্যায়ে আরেকটি প্রকল্পের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন কাজ শুরু হয়েছে। এনিয়ে বুধবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলেন, পৌর সচিব তৌহিদুল ইসলাম। এ বিষয়ে পৌর সচিব তৌহিদুল ইসলাম কে বলেন, করোনার কারনে আমাদের অনেক বরাদ্দ আটকে ছিলো। মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশে নগর উন্নয়নে ইতোমধ্যে নানা প্রকল্পের টেন্ডার হয়েছে। শহরের ড্রেনের কাজ ইতোমধ্যে শেষের পথে। এবার শুরু হয়েছে শহরের গুরুত্বপুর্ন রাস্তার পাকাকরণ কাজ। উন্নয়ন কাজ নিয়ে মেয়র আলা উদ্দিন বলেন, যে এলাকার রাস্তাঘাট যত উন্নত-ওই এলাকা দেশের মানুষের কাছে তত পরিচিত। আমি সকলকে সাথে নিয়ে দুর্গাপুর পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রুপান্তর করতে চাই। পৌর এলাকার উন্নয়ন কাজ চলছে, সামনে আরোও নতুন নতুন প্রকল্প হাতে নেয়া হবে। এ সকল কাজ বাস্তবায়ন করতে শহরের ব্যবসা বানিজ্যের সাময়িক অসুবিধার জন্য আমি দুঃখিত। আশা করছি অল্প কিছু দিনের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে। সকলেই আমার জন্য দোয়া করবেন।