নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম নান্নুর বিরুদ্ধে কথিত একটি অনলাইন মিডিয়ার সংবাদটি মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য মূলক।
এ বিষয়ে যুবলীগ নেতা রফিকুল ইসলাম নান্নু জানান,বুধবার (০১জুন) সকাল আনুমানিক দশটা ৩০ মিনিটে মোগরাপাড়া টু কাইকারটেক রোডটি দীর্ঘ যানজট ছিল। যত্রতত্র সিএনজি, অটোরিক্সা পার্কিংয়ের কারণে এ যানজট লেগে আছে। যানজট নিরসনের জন্য যুবলীগ নেতা রফিকুল ইসলাম নান্নু সিএনজি গুলোকে মাঝ রাস্তা থেকে যাত্রী উঠানামা থেকে বিরত থাকার জন্য বলেন এবং এ এরোডের লাইনম্যানকে
সিএনজি যেন যত্রতত্র পার্কিং ও মাঝপথ থেকে যাত্রী ওঠা নামা না করে এবং যানজট সৃষ্টি না করে সেজন্য সচেতন থাকার জন্য আদেশ করেন।
সে অনুযায়ী লাইনম্যান যে সমস্ত সিএনজি অটোরিক্সা বেপরোয়া ও যত্রতত্র পার্কিং ও মাঝপথ থেকে যাত্রী ওঠানামা করছে তাদেরকে সিএনজি সরানোর চাপ সৃষ্টি করলে তারা ক্ষুব্দ হয়ে নাটকীয় ঘটনা সাজায়।
এরই পরিপ্রেক্ষিতে কিছু সিএনজি একত্র হয়ে কারো প্ররোচনায়, উদ্দেশ্যমূলক রফিকুল ইসলাম নান্নু কে বিব্রত ও মানহানিকর করার জন্য একটি নাটকীয় ঘটনা সাজায়।
যা স্পষ্ট উদ্দেশ্য মূলক ও কারো ইন্দনে এ নাটকীয় ঘটনার আবির্ভাব ঘটে।
তবে স্থানীয় অন্যান্য সিএনজ মালিক ও ড্রাইভাররা এ বিষয়ে বলেন, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রফিকুল ইসলাম নান্নু ভাই কে বিব্রত ও মানহানি করার লক্ষ্যে কিছু ড্রাইভার ও মালিক মিলে এ ঘটনা ঘটায় যার কোন ভিত্তি নাই।
আমরা অটো রিক্সা সিএনজি ড্রাইভার মালিকরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
হাজী রফিকুল ইসলাম নান্নু ভাই আমাদের কাছ থেকে কখনো কোন দিন টাকা পয়সা দাবী করে নাই। আমরা এরকম কোন বিষয়ে আজ পর্যন্ত পাইনি। যারাই এরকম বক্তব্য দিচ্ছে তাদের এটা উদ্দেশ্যমূলক ছাড়া আর কিছুই না। যদি এ মিথ্যা সংবাদ প্রকাশ করায় ক্ষমা না চায় আমরা তাদের বিরুদ্ধে সিএনজির মালিক, ড্রাইভার মিলে মানববন্ধন করবো।