২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ| ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ| ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি| সকাল ৮:৩১| হেমন্তকাল|

পিরোজপুরে কাতার চ্যারিটির সোলার চালিত পানির পাম্পে উপকৃত ৬০০০ স্থানীয়।

তানজিলা পারভিন ক্রাইম রিপোর্টার,খুলনা
  • Update Time : বুধবার, জুন ১, ২০২২,
  • 92 Time View

বাংলাদেশের উপকূলীয় জেলা পিরোজপুরে সুপেয় পানির প্রচন্ড অভাব রয়েছে। স্যালো টিউবউলের লবনাক্ত পানিই দীর্ঘদিন ধরে পান করে আসছে এই অঞ্চলের অধিকাংশ বাসিন্দা। এর ফলে পানিবাহিত নানা রোগে ভুগতে হচ্ছে তাদের।
উপকূলীয় প্রতিটি জেলায়ই সুপেয় খাবার পানির এমন সংকট রয়েছে। কাতার চ্যারিটি এই সংকট সমাধানে দীর্ঘদিন ধরেই নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। গভীর নলকূপ বসিয়ে কিংবা গভীর পানির পাম্প বসিয়ে এসব অঞ্চলে সরবরাহ করা হচ্ছে খাবার পানি ।
সম্প্রতি পিরোজপুর সদর জেলার কদমতলা ইউনিয়নে ২ টি সোলার চালিত ওয়াটার পাম্প স্থাপন করেছে কাতার চ্যারিটি। ‘আর ও’ প্রযুক্তির মাধ্যমে পানি শোধন করে স্থানীয়দের দেয়া হচ্ছে সুপেয় খাবার পানি। এতে প্রায় ৬ হাজার মানুষ উপকৃত হচ্ছে।
বেনিফিশিয়ারিদের প্রতিক্রিয়া
কদমতলা গ্রামের একটি মাদ্রাসার প্রতিষ্ঠাতা আব্দুর রউফ কাতার চ্যারিটি এবং এর দাতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ নিরাপদ খাবার পানির সংকটে ছিল। এলাকার নারী-পুরষরা বাধ্য হয়েই লবনাক্ত পানি পান করতো। আল্লাহর কাছে শুকরিয়া, সেই সংকট কেটে গেছে। কাতার চ্যারিটির কল্যানে ঘরের পাশেই এখন সবাই স্বচ্ছ ও নিরাপদ খাবার পানি পাচ্ছে।ব্যবসায়ী নিজাম উদ্দিন বলেন, বিনামূল্যে গ্রামের সবার জন্য সুপেয় পানির ব্যবস্থা করায় আমরা কাতার চ্যারিটির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করছি, পর্যায়ক্রমে সবাই এই সুবিধা পাবে। স্কুল শিক্ষকা মাজেদা বেগম বলেন, কাতার চ্যারিটির ওয়াটার পাম্পের কারণে এলাকার নারীদের কষ্ট লাগব হয়েছে, তাদের অনেক দূরে গিয়ে খাবার পনি সংগ্রহ করতে হতো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category