চোখের নজরে জেগে উঠে
মনে ভালোবাসা
তোমার মাঝে আমার স্বপন
কেবল প্রত্যাশা।
দূরের মাঝে দুঃখ রচে
কাছে শুধু টানে
মনের মাঝে তুমি থাক
ভালো লাগার গানে।
মন মাতানো হাসনা হেনা
সৌরভ ছড়ায় বায়
তুমি থাক হৃদ আঙিনায়
মাধুরি লতার ছায়।
আশা জাগাও মন প্রাণে
ছলনায় কেন কর খেলা?
তোমার পরশে জীবন আমার
কেন কর হেলা?
ফুল ফুটে পাতা ঝরে
মধু খায় মৌমাছি
আমায় তুমি বিশ্বাস কর
আমরণ আছি।
বসন্তের কোকিল গান গায়
তোমার নামের সুরে
মন মাতানো সুভাস বহে
কেবলি অচিনপুরে।
বুনো ফুল দোলে উঠে
শিউলি ফুল ঝরে গায়
উদ্বেলিত সুভাগমনে
দক্ষিণ সমীরণের বায়।
চাঁদ হয়ে আকাশে থাক
আমি চাতক হয়ে দেখি
পিপাসা শুধু মনে জমে
তোমার পরশে হই সুখী।