এই প্রতিকুল আবহাওয়ার মাঝেও অইতিয্য বাহি ১০৭ বছরের পুরোনো গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ এ খুব সুষ্ঠু ভাবে সম্পুর্ণ হলো টাচ রাগবি প্রতিযোগিতা
২ য় টাচ রাগবি
স্হান: গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় স্কুল মাঠ।
তারিখ : ২০ অক্টোবর ২০২১ ইংরেজি।
ব্যাবস্হাপনায় : বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন।
আয়োজনে : গাইবান্ধা জেলা ক্রিয়া সংস্থা।
তৃণমূল রাগবি প্রতিযোগিতা ২০২১ ( টাচ )
স্থান: গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় স্কুল মাঠ।
থানা: গাইবান্ধা সদর
জেলা: গাইবান্ধা
টিম নাম-
১. ইসলামিয়া উচ্চ বিদ্যালয় রাগবি দল
২. গাইবান্ধা রাগবি ক্লাব
৩. জয়বাংলা রাগবি ক্লাব
৪. সবুজ বাংলা রাগবি ক্লাব
প্রধান অতিথিঃ জনাব মোঃ আলমগীর ইসলাম
জেলা ক্রীড়া অফিসার গাইবান্ধা।
বিশেষ অতিথিঃ জনাব মোঃ এহসানুল হক কবির
প্রধান শিক্ষক
গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়
গাইবান্ধা।
আরো থাকছেন, জনাব মোঃ রকিবুল হক চৌধুরী রকিব
রাগবি উপদেষ্টা জেলা ক্রিড়া সংস্থা গাইবান্ধা
জনাব মোঃ সাইফুল ইসলাম ক্রিড়া শিক্ষক
গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়।
ভলান্টিয়ার কোচঃ
মোঃ মহির উদ্দিন
পৃষ্ঠপোষকতায়ঃ বাংলাদেশ রাগবি ফেডারেশন উইনিয়ান।
ব্যবস্থাপনায়ঃ গাইবান্ধার জেলা ক্রিয়া সংস্থা গাইবান্ধা।
খেলার ফলাফলঃ
গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় রাগবি দলকে ১২-১৭ পয়েন্ট পরাজিত করে চ্যামপিয়ন হওয়ার গৌরব অর্জন করে সবুজ বাংলা রাগবি ক্লাব।