কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে সারাদেশে সংখ্যা লঘুদের উপরে নির্যাতন প্রতিমা মন্দির ভাংচুর, বাড়িঘর ব্যাবসায়ী প্রতিষ্টান লুটপাট, অগ্নিসংযোগকারীদের বিচার ও শাস্তির এবং দেশের সংখ্যালঘুদের সামাজিক, রাজনৈতিক ও আইনগত নিরাপত্তার দাবীতে গাইবান্ধা নাগরিক মঞ্চের ডাকে আজ ২১ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় গাইবান্ধা নাট্য সংস্থার সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেয় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ গাইবান্ধা জেলা শাখা,উদীচী জেলা সংসদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, আাইন ও শালিশ কেন্দ্র,গনউন্নয়ন কেন্দ্র,জন উদ্দ্যোগ,মহিলা পরিষদ,নারী ঐক্য সহ গাইবান্ধার বিভিন্ন শ্রেণি পেশার সহ সর্বস্তরের মানুষের ঢল নামে। জাতীয় পতাকা হাতে বিক্ষোভ কারীরা না শ্লোগাণে মুখরিত করে তোলে জেলা শহরের রাজপথ।
বিক্ষোভ শেষে গণসমাবেশে বক্তব্য রাখেন জাসদ সভাপতি গোলাম মারুফ মনা, সিপিবি সভাপতি মিহির ঘোষ, পূজা উদযাপন পরিষদের সভাপতি রনজিৎ বকশি সূর্য, নাগরিক মঞ্চের সদস্য সচিব এডভোকেট সিরাজুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবির তনু, উদীচীর অধ্যাপক জহুরুল কাইয়ুম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আলমগীর কবির বাদল, গনউন্নয়ন কেন্দ্রের জয়া প্রসাদ, জন উদ্দ্যোগের প্রবীর চক্রবর্তী প্রমুখ।
বক্তারা ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন ও সংখ্যালঘুদের সামাজিক, রাজনৈতিক ও আইনগত নিরাপত্তার প্রদানের দাবী জানান।