দিনাজপুর জেলায় গাওসুল আযম বিএনএসবি আই হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ও ফলক উন্মোচন অনুষ্ঠিত।
বৃহস্পতিবার (২১/১০/২০২১) দুপুরে দিনাজপুরে গাওসুল আযম বিএনএসবি আই হাসপাতালের আয়োজনে সমাজসেবা অধিদপ্তর বাস্তবায়নকারী ও গণপূর্ত বিভাগ নির্মাণ কাজ বাস্তবায়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় ১৭ কোটি টাকা ব্যায়ে দিনাজপুর গাওসুল আযম বিএনএসবি আই হাসপাতালের নির্মিত ৬তলা নতুন ভবন ও গ্লুকোমা, রেটিনা ও কর্ণিয়া সব-স্পেসিয়ালিটি ইউনিট স্থাপন শীর্ষক উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন ও ফলক উন্মোচন করলেন প্রধান অতিথি হিসেবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
এসময় দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি,দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন,রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক আব্দুর মোতালেব সরকার, দিনাজপুর সিভিল সার্জন ডাঃ আব্দুল কুদ্দুছ।
আরও উপস্থিত ছিলেন, খানসামা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা আহমেদ শাহ ও সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসানুল হক মুকুল সহ জেলা/উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান গণ,বিভিন্ন ইউনিটের আওয়ামী লীগ,ছাত্রলীগ,যুবলীগ,যুব মহিলা লীগ,আওয়ামী মৎস্য জীবী লীগ ও বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ।