: আজ ২৮শে মে ২০২২ খ্রিস্টাব্দ রোজ শনিবার। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্দেশ অনুযায়ী নাগরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত নাগরপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন নাগরপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের বারবার নির্বাচিত সভাপতি তৃনমূল আওয়ামী লীগের প্রাণপুরুষ মো: শাজাহান মিয়া। বর্ধিত সভা সঞ্চালনা করেন নাগরপুর সদর ইউনিয়নের নির্বাচিত বিপ্লবী সংগ্রামী সাধারন সম্পাদক মোঃ লিয়াকত শিকদার। আজকের এই বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেন নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা, বাংলাদেশ আওয়ামী লীগ টাঙ্গাইল জেলা শাখার বিপ্লবী, সংগ্রামী শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, টাঙ্গাইল-৬ নাগরপুর দেলদুয়ারের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আহসানুল ইসলাম টিটু ভাই। বিশেষ অতিথি হিসেবে অলংকৃত করেন বাংলাদেশ আওয়ামী লীগ নাগরপুর উপজেলা শাখার অন্যতম উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাবেক ফুটবলার বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব খুরশিদ আলম বাবুল। পবিত্র কোরআন তেলাওয়াতে…