নওগাঁর সাপাহারে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে সড়ক দুর্ঘটনায় তাহারুল (৪২) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নিশ্চিন্তপুর সড়কের বাসুল ডাঙ্গা এলাকায়। নিহত তাহারুল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের মৃত তোজাম্মেলের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর আড়াইটার দিকে তাহারুল গরু বিক্রি করার জন্য সাপাহার অভিমুখে ভটভটিযোগে আসছিলো। এসময় সে ভটভটি ভর্তি গরুর সাথে ছিলো। অপর দিক থেকে আসা একটি ট্রাক কে সাইড দিতে গিয়ে ভটভটি মাটিতে নেমে যায়। পরে পাকা রাস্তায় ভটভটি উঠাতে গিয়ে ভটভটি উল্টে যায়। এসময় তাহারুল ভটভটির নিচে পড়ে যায়। স্থানীয়রা ভটভটি তুলে তাকে উদ্ধার করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
তাৎক্ষণিক ভাবে ভটভটি ড্রাইভার পালিয়ে আত্মগোপন করেছে বলে জানা গেছে।
এবিষয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।