২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ| ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ| ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি| সকাল ৮:৪৪| হেমন্তকাল|

টাঙ্গাইলে রাজনৈতিক এক উজ্জ্বল নক্ষত্রের বিদায়

কাজী মোস্তফা রুমি, বিশেষ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, মে ২৭, ২০২২,
  • 43 Time View

টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে বার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী,নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা অসহায় নিপীড়িত মানুষের শেষ আশ্রয়স্থল,নাগরপুর সাড়ে তিন লক্ষ মানুষের প্রাণের দাবি ধলেশ্বরী সেতু বাস্তবায়নের জন্য মহান জাতীয় সংসদের প্রথম প্রস্তাবক,জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গৌতম চক্রবর্তী অদ্য ২৭শে মে ২০২২ দুপুর আনুমানিক ১.০০ ঘটিকায় রাজধানীর ইবনেসিনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘদিন যাবৎ তিনি হৃদরোগে, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ সহ নানা রকম জটিল রোগে আক্রান্ত ছিলেন।

উক্ত খবরটি শোনার সাথে সাথে নাগরপুর উপজেলা বিএনপি এবং সকল রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

তিনি অত্যন্ত সহজ সরল এবং সাধারন মানুষ ছিলেন। যে কোন মানুষ অতি সহজেই তার নিকট মনের কথা খুলে বলতে পারতেন তিনি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুরের মানুষের কাছেই নয় নাগরপুর উপজেলার সকল দলের সকল মানুষের কাছে একজন প্রিয় ব্যাক্তি ছিলেন।

ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত সহজ সরল এবং সাধারন ভাবে জীবন যাপন করেছেন তাঁরমধ্যে অহংকারে কোন ছোঁয়া পর্যন্ত ছিল না।

তাইতো কবি বলেছেন –

উদয়ের পথে শুনি কার বাণী
ভয় নাই, ওরে ভয় নাই
নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই, তার ক্ষয় নাই।

সশ্রদ্ধ সালাম বাবু গৌতম চক্রবর্তী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category