বারৈয়ারহাট পৌরসভায় – RAB উপর স্থানীয়দের হামলা, চট্টগ্রাম উত্তর জেলা মিরসরাই বারৈয়ারহাট পৌরসভায় RAB উপর স্থানীদের হামলা, এতে RAB তিন সদস্য গুরতর আহত হয়েছে, তারা হচ্ছেন, কাউসার (২৯) মোখলেস (৩৩) ও পারভেজ (২৮) তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর -ঘটনার সময় তারা সাদা পোশাকে ছিলেন বলে জানা গেছে, গত বুধবার সন্ধায়, মিরসরাই বারৈয়ারহাট পৌরসভা বাজারে, RAB অভিযান চলাকালীন অবস্থায়, বারইয়ারহাট পৌর বাজারের শান্তিরহাট রোড়ের মুখে হামলার ঘটনা ঘটেছে, বিষয়টি নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তিনি বলেন RAB সদস্যদের সাথে একটা সংঘর্ষ হয়েছে, মাদক ব্যাবসায়ীরা এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, এ ঘটনায় RAB তিন জন সদস্য আহত হয়েছে, স্থানীয় সুত্রে জানা গেছে,বুধবার সন্ধায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের, বারৈয়ারহাট পৌরসভা এলাকায় হঠাৎ গোলাগুলি শব্দ হয়, এর পর ডাকাতি হচ্ছে এমন গুজব ছড়িয়ে পড়লে স্থানীয়রা মিলে, হামলা চালায় এতে তিন সদস্য গুরুতর আহত হয়েছে, গুরুতরদের হেলিকপ্টার যোগে ঢাকায় নিয়ে যায় হয়েছে, ডাকাতির গুজব ছড়িয়ে পড়লে, চড়াও হয় স্থানীয়রা,