খুনসুটিতে অভিমান করলে ফিরে আসা যায়
কিন্তু কেউ অজুহাত দিয়ে চলে গেলে
তার ফেরার সম্ভবনা কস্মিনকালেও নেই।
যোগাযোগ বিচ্ছিন্ন করে-
হঠাৎ হারিয়ে যাওয়া মানুষ গুলোও
একেবারে হারায় না- থেকে যায় অন্তকরণে;
সে প্রাত্তণ
তার সাথে কাটানো মূহুর্তগুলো
কখনো কখনো মনে পড়ে
শুন্যতার কম্পন সৃষ্টি হয়,
আগ্রহ এতোটাই প্রবল হয়ে ওঠে
যে কোন কিছুর বিনিময়েও তাকেই প্রয়োজন-।
অকস্মাৎ মনে হয়- ফিরে আসলে
যন্ত্রণা কী সেটা বুঝিয়ে দিবো !
চলে যাওয়া মানুষ ফিরে এলে
বোঝা সহজ- তার আর
অন্যখানে অবস্থানের সুযোগ নেই।
যার জন্য দীর্ঘ প্রতীক্ষার দুশ্চিন্তা
তাকে প্রাত্তণ ভাবার কিছু নেই
বরং অতীতের প্রয়োজন মনে করাতেই কষ্ট লাঘব হবে।
বড় কোন কারণ ছাড়াই যে দূরে যায়
তার জন্য খামোখা আত্মহুতি দিয়ে কি লাভ?
পুরনো কিছু ভুলে নতুনত্বে নিজেকে সাজাই
দুঃস্বপ্নের মতো ভাবি সেসব- প্রাত্তণ বলে কিছু নেই।