দিনাজপুরের ফুলবাড়ীতে ১০৫০ একর জমিতে উন্নত জাতের আমন ধানে রোপনের লক্ষে প্রানের চুক্তিবন্ধ ৫০০ জন কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
গত বুধবার বিকালে ৫টায় প্রান এ্যাগ্রো বিজনেস লিমিটেড এর ফুলবাড়ী ফ্যাক্টরি কনফারেন্স রুমে এই বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রান এ্যাগ্রো লিমিটেড এর (ফুলবাড়ী শাখা) মহা ব্যাবস্থাপক মোঃ জাকারিয়া জাকির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, দিনাজপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুরুল হক।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার, কৃষি সম্প্রসারন অফিসার শাহিনুর ইসলাম। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রান এ্যাগ্রো বিজনেস লিমিটেড এর কৃষি কর্মকর্তা খায়রুল আলম, কৃষক প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
প্রাণ এ্যাগ্রো বিজনেস লিমিটেড(ফুলবাড়ী শাখার) মহা-ব্যাবস্থাপক জাকারিয়া জাকির বলেন চুক্তিবদ্ধ কৃষকদের মাঝে উন্নত জাতের বীজ বিতরণ করে সেই ফসল বাজার মূল্য খরিদ করা কর্মসূচির অংশ হিসেবে ২০২২ সালে পাঁচ’শ কৃষকদের মাধ্যমে এক হাজার ৫০ একর জমির জন্য সরু ও সুগন্ধি জাতের ধানের বীজ বিতরণ করা হয়। সেই উন্নত জাতের ধান কৃষকদের নিকট থেকে সংগ্রহ করে উন্নত জাতের চাইল প্রস্তুতি করে বাজার জাত করা হয়।
মোঃ হারুন-উর-রশীদ
দিনাজপুর ফুলবাড়ী থেকে
মোবাইল নং ০১৭১৭৮১৭৬১৭
তারিখ ২৬.০৫.২০২২ইং