।
২৫ মে ২০২২ রোজ বুধবার রাত ৭ টা বাঘদাস প্রাণীর ভয়ে আতংকিত এলাকাবাসী।
সাভার ঢাকা পতিনিধি, জনি আহমেদ
২৫ মে ২০২২ রোজ বুধবার রাত ৭ টা পিএম
কুমিল্লা জেলার চাদিনা উপজেলার ল্যাংড়ামুরি এলাকায় গত ২৩ তারিখে রাত ১১ টার দিকে বাগদাস নামক প্রাণী দেখা যায়। আমার মেজো ভায়রা মোহাম্মদ হোসাইন এই প্রাণীটা দেখে আতংকিত হন।
ঘটনাস্থলে সে তার পরিবার ও সবাই মিলে প্রাণীটাকে দেখে সবাই খুব ভয় পায়।অনুমান করা হয় যে বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি হওয়ায় এই বাঘদাস প্রাণীর আবির্ভাব হয়েছে বলে জানায় এলাকা বাসী।
প্রাণীটাকে ধরার জন্য বিভিন্ন ফাঁদ পাতা হয়। কিন্তু ধরা যায় নি এই হিংস্র বন্য প্রাণীটাকে। এক দিকে এই বন্য প্রাণী বাঘদাসের ভয়ে আতংকিত হয়ে দিন কাটাচ্ছে মেজো ভায়রার পরিবার। প্রথমে ১টা বন্য প্রাণী দেখা যায়।
কিছুখন পরে আরেকটা দেখা যায়। এক দিকে এই বন্য হিংস্র প্রাণীর ভয়ে যেমন আতংকিত আামার মেজো ভায়ারার পরিবার। তেমনি ভয়ে আতংকিত হয়েছন এলাকাবাসী। সবাই জানায় যে এটাকে যদি না ধরা যায় তাহলে সবাই মিলে প্রশাসনের সাহায্য নিবে বলে জানা যায়।
কুমিল্লা জেলার চাদিনা উপজেলার ল্যাংড়ামুরি এলাকায় গত ২৩ তারিখে রাত ১১ টার দিকে বাগদাস নামক প্রাণী দেখা যায়। আমার মেজো ভায়রা মোহাম্মদ হোসাইন এই প্রাণীটা দেখে আতংকিত হন।
ঘটনাস্থলে সে তার পরিবার ও সবাই মিলে প্রাণীটাকে দেখে সবাই খুব ভয় পায়।অনুমান করা হয় যে বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি হওয়ায় এই বাঘদাস প্রাণীর আবির্ভাব হয়েছে বলে জানায় এলাকা বাসী।
প্রাণীটাকে ধরার জন্য বিভিন্ন ফাঁদ পাতা হয়। কিন্তু ধরা যায় নি এই হিংস্র বন্য প্রাণীটাকে। এক দিকে এই বন্য প্রাণী বাঘদাসের ভয়ে আতংকিত হয়ে দিন কাটাচ্ছে মেজো ভায়রার পরিবার। প্রথমে ১টা বন্য প্রাণী দেখা যায়।
কিছুখন পরে আরেকটা দেখা যায়। এক দিকে এই বন্য হিংস্র প্রাণীর ভয়ে যেমন আতংকিত আামার মেজো ভায়ারার পরিবার। তেমনি ভয়ে আতংকিত হয়েছন এলাকাবাসী। সবাই জানায় যে এটাকে যদি না ধরা যায় তাহলে সবাই মিলে প্রশাসনের সাহায্য নিবে বলে জানা যায়।