ময়মনসিংহের ফুলপুর ছনকান্দা সবুজ মেলা হাইস্কুল মাঠে,রুহুল একডেমির উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা বাউল গানের আসর,পরিচালনায় ছিলেন ফুলপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের দুই দুই বারের সফল কাউন্সিলর তোফাজ্জল হোসেন,মনোজ্ঞ সাংস্কৃতিক বাউল ও ফোক গানের সুর সম্রাজ্ঞী বাউল বাবলী সরকার,এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাছেল,মনোজ্ঞ সাংস্কৃতিক গানের উপদেষ্টা ছিলেন,সভাপতি টিকাদার
সমিতির,ফয়জুল করিম কিসলু, এবং সাধারণ সম্পাদক ফুলপুর সমিতির, নূর মোহাম্মদ নূর আলম সোহাগ,এবং আরও উপস্থিত ছিলেন রুহুল একাডেমির সভাপতি মোঃ সুরুজ মিয়া,সহ সভাপতি আব্দুল খালেক,সাধারণ সম্পাদক ইমামুল ব্যাপারী,যুগ্ন সাধারণ সম্পাদক হারুন অর রসিদ, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, ও প্রচার সম্পাদক মোঃ
আব্দুর রসিদ,এবং সকল সদস্যবৃন্দু অত্র একাডেমি,