পৃথিবী টা ছয় নয়
ভয় পেলে ভয় হয়।
চাই চাই আরো চাই
চাওয়ার মাঝে বিরাম নাই।
যা ইচ্ছে তাই হয়
হওয়ার মাঝে নাই ভয়।
সব কিছুতে ছন্দময়
আছে আবার লয় ক্ষয়।
চুর আছে সাধু আছে
মিছে মিছি সবাই কাছে।
ঢং করে রঙ মেখে
সং সাজে দেখে দেখে।
কেহ হাসে কেহ কাঁদে
তামাসায় পড়ে ফাঁদে।
দুঃখ আছে কষ্ট আছে
কান্নার আবার মানুষ আছে।
বকের মত ঠক সেজে
কাজ করে আজে বাজে।
কথার মাঝে কথা
গোপন সূত্র দেয় বারতা।
সাধু থাকে অসাধুর বেশ
কাঁচা শত্রুর থাকে রেশ।
মেকি রূপে দিয়ে হাসি
অসাধু বলে ভালো বাসি।
মুখে মধু অন্তরে বিষ
অর্থ লোভে থাকে না দিশ।
আজে বাজে সকল কাজে
রঙ বদলায় সঙ সেজে।
নীতি নাই অধর্ম
করে না কোন কর্ম।
হস্তি মূর্খ যারা
কূট বুদ্ধির আখড়া।
বড় লোকের চুরি নয়
গরিবের আছে ভয়।
সৎ মানুষের নাই কদর
অসৎ মানুষ সমাজ বর।
অসহায়দের নাই খবর
ধৈর্যে ওদের আছে সবর।
কলের কাজ কি হয় বলে?
অসাধু চলে কৌশলে ।
অলসেরা করে না কাজ
বেহায়া ওরা নাই লাজ।
বাটপার করে পরের ধনের ফন্দি
নিজকে করে কর্মের প্রতিবন্ধি।
আছে ভাই অনেক ভয়
পৃথিবী টা যে ছয় নয়।