পাইকগাছা থানাপুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন ইউনিয়ন থেকে ৮ পরোনাভুক্ত আসামীকে আটক করেছে।
আটককৃতদের পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। পাইকগাছা থানার উপ-পুলিশ পরিদর্শক অভিজিত পাল জানিয়েছেন, বুধবার রাতে ১০ ইউনিয়ানে মাদক দ্রব্য ও পরোয়ানা ভুক্ত আসামী ধরতে একযোগে অভিযান চালানো হয়।
এ সময় পরোয়ানা ভুক্ত আসামী গদাইপুর ইউনিয়নের মোকাম গাজীর পুত্র হাফিজুর গাজী, রাড়ুলী ইউনিয়নের নজরুল গোলদারের ছেলে মাসুম গাজী(২২), কপিলমুনি ইউনিয়নের আবুল কাশেমের ছেলে জহিরুল ইসলাম, হরিঢালী ইউনিয়নের পরিতোষ বিশ্বাসের ছেলে হরিপদ বিশ্বাস, গদাইপুরেরর মটবাটি গ্রামের রনজিৎ বিশ্বাসের ছেলে অমিত বিশ্বাস, কপিলমুনির সিলেমান পুরের ইমান গাজীর ছেলে আমিরুল গাজী, মৃত্যু ইমান আলীর ছেলে ওয়াজেদ আলী শেখ, সোলাদানা ইউনিয়নের পার বয়ার ঝাপা গ্রামের জাহানবক্সের ছেলে ইউনুছ আলীকে গ্রেফতার করা হয়।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান জানান, বিশেষ অভিযানে পরোয়ানা ভুক্ত আসামীদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।