রাজশাহীর বাঘায় ৪শত পিস মাদক ইয়াবা ট্যাবলেটসহ শাকিব (২১)কে আটক করেছে বাঘা থানা পুলিশ। বৃহস্পতিবার(৩০ সেপ্টেম্বর) রাতে বাঘা থানার অফিসার্স ইন-চার্জ (ওসি)মো,সাজ্জাদ হোসেন এর দিক নির্দেশনায় এসআই এমএ আঃ কুদ্দুস এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার মহোদিপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৪শত পিচ ইয়াবাসহ শাকিবুল ইসলাম শাকিব কে আটক করে থানায় নিয়ে আসেন।শাকিব পার্শ্ববর্তী চারঘাট উপজেলার তালতলা গ্রামের জামাল উদ্দিনের ছেলে বলে জানা যায়।
এসআই এমএ আঃকুদ্দুস জানান উপজেলাধীন মহোদিপুর গ্রামের আমিরুল ইসলামের বাড়ির সামনে অভিযান পরিচালনা সময় শাকিবুল ইসলাম শাকিব(২১) এর সঙ্গে থাকা নীল রংয়ের ২টি প্লাস্টিক জিপার প্যাকেটে রক্ষিত ৪শত পিচ মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সাথে সাথে তাকে আটক করে থানায় নিয়ে আসি।
এ বিষয়ে, বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো,সাজ্জাদ হোসেন জানান, মাদক ইয়াবাসহ আটক শাকিব কে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।শুক্রবার (১অক্টোম্বর) তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। বাঘা থানায় আমি যতদিন আছি মাদক কারবারীদের কোন ছাড় দেওয়া হবে না।