ঝিনাইদহ সদর উপজেলা ইসলাম হরিপুর কে এফ এ মাধ্যমিক প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন মন্টু গোপনে সম্পুর্ন ঘরোয়া পরিবেশে তার নিজের মতো অভিভাবক ও শিক্ষকবৃন্দ বানিয়ে নিজের আপন ভাইকে নতুন কমিটির সভাপতি করায় এলাকাবাসীর অভিযোগ।
এলাকাবাসীর অভিযোগ সে নিজে প্রধান শিক্ষক আর তার ছোট্ ভাই যিনি যশোর নিবাসী। সে কি করে আমাদের হরিপুরের স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হয়।
এই ঘটনায় এলাকায় সমালোচনার ঝড় উঠেছে।
এলাকা বাসির অভিযোগ যে আলমগীর হোসেন মন্টু নিজ পরিবার দিয়ে ইসলাম (হরিপুর) কে এফ এ মাধ্যমিক বিদ্যালয়টি পরিচালনা করার জন্য পাইতারা করছে।
প্রধান শিক্ষকের কারনে এখন আর তেমন ছাত্র /ছাত্রী ভর্তি করায় না অত্র এলাকার অভিভাবকবৃন্দরা।
এলাকার একাধিক অভিভাবক জানাই কবে ভোটার তালিকা হয়েছে, কবে তফসিল হয়েছে কেউ জানে না,নেই কোন পত্রিকা সার্কুলার,নেই কোন মাইকিং। সম্পুর্ণ গোপন করে নিজের ভাইকে সভাপতি বানানোর কারনে এলাকার সুশীল সমাজ ক্ষুব্ধ।
এলাকাবাসীর আরো অভিযোগ, বিগত ১১ বছর আগে তার চাচাতো ভাই হাসানুর রহমানের সনদ জাল হওয়ার কারনে চাকরি চ্যুত হলেও প্রধান শিক্ষক ক্ষমতার দাপটে শরীর চর্চা পদটি শুন্য না দেখিয়ে বহাল তবিয়তে চাকরিতে বহাল রেখেছেন। উক্ত বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে হস্তক্ষেপের দাবি জানিয়েছে এলাকাবাসী।