মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য মো. একরাম মিয়া (৩৮) র্যাবের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছেন। র্যাব-১৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১৫ এর আভিযানিক দল জানতে পারে, কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্ট এলাকায় হোটেল সিগ্যালের পশ্চিম পাশে ঝাউবাগানের ভিতর একদল লোক অস্ত্রসহ সন্ত্রাসী কর্মকান্ডের উদ্দেশ্যে অবস্থান করছে।এ তথ্যের ভিত্তিতে আভিযানিক দল উক্ত স্থানে পৌঁছালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে একজন সন্দেহভাজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন মো. একরাম মিয়াকে আটক করা হয়। তিনি মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া এলাকার মৃত এখলাছ মিয়ার পুত্র। এ সময় তার দেহ তল্লাশী করে ১ টি ওয়ানশুটার গান, ২ রাউন্ড তাজা কার্তুজ পাওয়া যায়।র্যাব জানায়, গ্রেপ্তারকৃত একরাম মিয়ার বিরুদ্ধে ২ টি ডাকাতি ও ডাকাতির প্রস্তুতি, ৩ টি অস্ত্র আইন, ১ টি অপহরণ ও চাঁদাবাজি, ২ টি মারামারি ও শ্লীলতাহানী এবং ১ টি পরিবেশ আইনে মামলা রয়েছে। গতকাল তাকে কঙবাজার সদর থানায় স্থানান্তর করা হয়েছে।