খুলনার দাকোপে সদ্য নির্মাণাধীন ওয়াপদা রাস্তায় মাল বোঝাই ট্রাক উঠানোকে কেন্দ্র করে দুৃর্বৃত্তের এলোপাতাড়ি হামলায় গ্রাম পুলিশ রক্তাক্ত জখম। এঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে দাকোপ থানায় জিডি দায়ের করা হয়েছে। দাকোপ থানায় জিডি ও ২নং দাকোপ ইউনিয়ন পরিষদ সুত্রে জানাগেছে,২নং দাকোপ ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মৃতঃ কালিপদ মন্ডলের ছেলে উক্ত ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্য ঠাকুর দাস মন্ডল তিনি গত ১৬ মে প্রতিদিনের ন্যায় ঘটনার দিন রাতে গ্রামে পাহারায় ছিলেন।এ সময় উক্ত ওয়ার্ডের একই এলাকার বাসিন্দা সত্যজিত রায়, ইন্দ্রজিত রায়, সঞ্জিত রায়, পিং-মৃত প্রনব রায় ও বাবুল কুনডুর ছেলে সুজন কুনডু তাদের বাড়ির উত্তর পাশের বিল থেকে রাত আনুঃ সাড়ে ৯ টায় ট্রাক বোঝাই মালামাল নিয়ে সদ্য নির্মিত ওয়াপদা রাস্তায় উঠালে ওয়াপদা রাস্তায় ধস নেমে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে থাকে। তখন গ্রাম পুলিশ ঠাকুর দাস তাদেরকে ওয়াপাদা রাস্তার উপর এভাবে ট্রাক না উঠানোর জন্য নিষেধ করেন। এ সময় সত্যজিত গংরা গ্রাম পুলিশ ঠাকুর দাস মন্ডলের উপর ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাতাড়ি ভাবে তার চোখে মুখে ও শরীলের বিভিন্ন স্থানে কিল ঘুষি মেরে ফোলা জখম করে। এ সময় আহত গ্রাম পুলিশের আত্নচিৎকারে স্থানিয়রা ছুটে এসে ঘটনা স্থাল থেকে তাকে উদ্ধার করে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষনিক গ্রাম পুলিশকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় গ্রাম পুলিশ ঠাকুর দাস মন্ডলের স্ত্রী রিপ্তা মন্ডল বাদী হয়ে উল্লেখিত ৪ জনের বিরুদ্ধে গত ১৭ মে দাকোপ থানায় সাধারণ ডায়েরী এন্ট্রি করেন। যাহার নং-৭২৬।