পলাশবাড়ী উপজেলার ১ নং কিশোরগাড়ী ইউনিয়নের বেঙ্গুলিয়া বাজারে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ইসমাইল (১০) নামে এক শিশু নিহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয় ঘটিকার সময়। নিহত কিশোর বাইসাইকেল চালিয়ে বাড়ী আসার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। সে দ্বিতীয় শ্রেনীর ছাত্র বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়,বৃহস্পতিবার সকালে বাইসাইকেলে করে ইসমাইল (১০) বাবার ব্যাবসা প্রতিষ্ঠান খোলার জন্য স্থানীয় বেঙ্গুলীয়া বাজারে আসে এবং দোকান খুলে সকাল আনুমানিক সাড়ে নয়টার সময় বাড়ি যাবার পথে বাজারের পাশ্বেই ইটবাহী এক ট্রাক চাপায় ঘটনাস্থলেই সে নিহত হয়।
নিহত ইসমাইল (১০) নয়আনা নওদা গ্রামের খলিল (সাইকেলমেকার) ছেলে। সে দ্বিতীয় শ্রেণির ছাত্র!তার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় লোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে এবং ট্রাকচালককে পলাশবাড়ী থানায় সোপর্দ করে। ঘাতক ভাই বোন এন্টারপ্রাইজ ট্রাকটি ঢাকা মেট্রো ঝ -১১-২৫৭২ ট্রাকটি থানা হেফাজতে রয়েছে।