দেশের বিভিন্ন স্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) অনুষ্ঠিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় কসবায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) খেলা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনীয় খেলায় বিনাউটি ইউনিয়ন বনাম মূলগ্রাম ইউনিয়ন অনূর্ধ্ব-১৭ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ-উল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন কসবা পৌর মেয়র গোলাম হাক্কানী,সভায় বক্তব্য দেন কসবা উপজেলা ভাইস চেয়ারম্যান মো:মনির হোসেন,সহকারী কমিশনার ভূমি সন্জিব সরকার, কসবা থানা অফিসার ইনচার্জ মো:আলমগীর ভুইয়া,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুস্তম খা, খাড়েরা ইউপি চেয়ারম্যান কবীর আহাম্মদ খান,কসবা পৌর কাউন্সিলর আলাল হোসেন প্রমুখ। উদ্বোধনী খেলায় খাড়েরা ইউনিয়ন একাদশ এবং মূলগ্রাম ইউনিয়ন একাদশকে ১-০ গোলে হারায়।