গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ইসলাম পাড়ায় হারিয়ে যাওয়া সন্তান ও স্ত্রী ফিরে পেতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে নিখোজ লিপির স্বামী আব্দুল কাফি।
তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বৃহস্পতিবার সকালে রামচন্দ্রপুর ইউনিয়নের ইসলাম পাড়ায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করে জানান- গাইবান্ধা সদরের রামচন্দ্রপুর ইউনিয়নের ইসলাম পাড়া গ্রামের মোঃ আব্দুল কাফীর স্ত্রী মোছাঃ মরিয়ম আক্তার লিপি (২৪) ও শিশু সন্তান মোছাঃ সুমাইয়া আক্তার বয়স ৪বছর ৩মাস। চলতি সালের গত ১৮ অক্টোবর সোমবার সকাল ৯টায় কাউকে না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি তাকে। বেরিয়ে যাওয়ার সময় পড়নে ছিল নেভী ব্লু কালারের বোরখা, উচ্চতা ৪ফুট ৪ ইঞ্চি, গায়ের রং ফর্সা।
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও স্ত্রী ও শিশু সন্তান কে খোঁজ না পাওয়ায় এলাকাবাসী ও হারিয়ে যাওয়া স্ত্রীর স্বামী ও শিশু সন্তানের পিতা মোঃ আব্দুল কাফী ক্ষোভ প্রকাশ করে সংবাদ সন্মেলন ও মানববন্ধন করেছে।
এতে করে প্রধানমন্ত্রী সহ প্রশাসনের জোরালো হস্তক্ষেপ কামনা করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন নিখোজকৃত মরিয়ম আক্তার লিপির স্বামী মোঃ আব্দুল কাফী, পিতা মোঃ এ. জয়নাল আবেদীন, মরিয়মের মামা আব্দুল আজিজ, মোঃ শাহ জালাল সরকার, মরিয়মের ভাই আলামিন, কাফীর প্রতিবেশী আশিকুর, জহুরুল ইসলাম, শরিফুল ইসলাম, কাফীর চাচা নাদের হোসেন, আব্দুল কদ্দুস, মরিয়মের বোন হনুফা আক্তার ইতি সহ কাফির স্বজনরা।
সংবাদ সম্মেলন শেষে রাস্তার ধারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, হারিয়ে যাওয়া বিষয়ে গাইবান্ধা সদর থানায় অভিযোগ দায়ের করেছেন আব্দুল কাফি।