২৯ সেপ্টেম্বর, বুধবার,
কিশোরগঞ্জের কটিয়াদীতে নিখোঁজের একদিন পর আড়িয়াল খাঁ নদীতে ভাসমান নকুল মিয়া (৩৭) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে কটিয়াদী মডেল থানার পুলিশ। মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার মসূয়া ইউনিয়নের রামদী মৌলভীবাড়ি সংলগ্ন নদীতে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে সংবাদ দেয়। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত নকুল মিয়া কটিয়াদী পৌরসভার পশ্চিমপাড়া এলাকার মুকুল মিয়ার বড় ছেলে। তিনি পুলিশের সোর্স হিসাবে কাজ করতেন। খবর বাপসনিউজ।
নিহতের স্ত্রী জানায়, সোমবার সকাল ৯টার দিকে বাসা থেকে বের হয়ে যায় নকুল। কিন্তু রাতেও বাড়ি ফিরে নি। মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করি। তার মোবাইল ফোনও বন্ধ ছিলো। মঙ্গলবার সন্ধ্যার পর নদীতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। নিহতের বড় ছেলে শাকিল (১৫) তার বাবার লাশ বলে শনাক্ত করে।
কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদত হোসেন বলেন, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।