বই আন্দোলন বাংলাদেশকে গতিশীল করার লক্ষ্যে কেন্দ্রীয় ১১ সদস্য বিশিষ্ট অস্থায়ী কমিটি গঠন করা হয়। মঙ্গলবার ২০ শে অক্টোবর এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের উপদেষ্টা জনাব আব্দুল মালেক এই কমিটির অনুমোদন দেন। বই আন্দোলন বাংলাদেশ বই নিয়ে কাজ করে যাচ্ছেন। বইকে নিয়ে তাদের ভাবনা সূদুর প্রয়াসী। দেশের সকল প্রান্তে, সকল জনগোষ্ঠীর মাঝে বই পড়ার প্রবনতা বাড়ানোর জন্য তারা কাজ করে যাচ্ছেন।বিশেষ করে তরুণ লেখক,পাঠকদের নিয়ে তাদের অবিরাম পথচলা। বই আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাকিল (স্বপীল শাকিল) ভাইয়ের যুগান্তকারী পদক্ষেপ এর কারনে তরুণ তরুণীদের মাঝে বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি হচ্ছে।
নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে যারা স্থান পেয়েছেন তারা হলেনঃ
মোহাম্মেদ শাকিল (স্বপ্নীল শাকিল) সভাপতি, শাহরিয়ার আহমেদ নাফিজ সহ সভাপতি, মাহবুব আলম সাধারণ সম্পাদক, এইচ এম হৃদয় সহ সাধারণ সম্পাদক, ইব্রাহীম নিরব সাংগঠনিক সম্পাদক, ইমরান হোসেন ইমন সহ সাংগঠনিক সম্পাদক, আব্দুল্লাহ মিদুল অর্থ সম্পাদক, মুহাম্মদ মুহিবুল্লাহ আল সিফাত প্রচার সম্পাদক।
কার্যকরী সদস্য: আবু সালেহ উবায়দুল্লাহ, জিয়াউল হাসান নিয়াজ, মুহাম্মাদ ইব্রাহীম (কবি সাহেব)।
বই আন্দোলন বাংলাদেশ তরুণ লেখক,পাঠক সহ সর্ব স্তরের বইপ্রেমীদের নিয়ে এগিয়ে যেতে যায় বহুদূর।