গাইবান্ধার গোবিন্দগঞ্জের পল্লীতে জমির সীমানায় একটি পেয়ারা গাছ কাটাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় চারজন আহত হয়েছে। এদের মধ্যে বাবা বাবু ও ছেলে রিজন আশঙ্কাজনক অবস্থায় শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বুধবার (১৮ মে) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের তরফকামাল (শিয়ালগাড়া) গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় জোৎস্না বেগম বাদী হয়ে আনোয়ার, ছালজার, আশিক, আরজিনা, অজেদুল, অসীম ও লিটন মিয়ার নাম উল্লেখ করে গোবিন্দগঞ্জ থানায় একটি এজাহার জমা দেন।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, তরফকামাল গ্রামের আনছারের ছেলে বাবু মিয়া তার বসতবাড়িতে দীর্ঘদিন যাবত সীমানা নির্ধারণ করে গাছ-গাছালি রোপণ করে বসবাস করে। বিগত দেড়-দুই বছর ধরে পাশ্ববর্তী আমজাদ হোসেনের ছেলে আনোয়ার ও ছালজারের বাড়িতে হিলি বাজার (হাকিমপুর, দিনাজপুর) এর মৃত আজিজার রহমানের ছেলে অসীম ও লিটন আত্মগোপনে থাকে। এক পর্যায়ে বাবুর একটি পেয়ারা গাছ আসামীরা দাবি করে। ঘটনার দিন ভোরে তারা সংঘবদ্ধ হয়ে ওই পেয়ারা গাছ কাটতে শুরু করে। এসময় বাবু গাছ কর্তনে বাধা দিলে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আসামীরা বিভিন্ন ধারালো দেশীয় অস্ত্র নিয়ে বাবুর ওপর চড়াও হয়ে তাকে রক্তাক্ত জখম করে। তার চিৎকারে স্ত্রী, পুত্র, পুত্রবধূ ও কন্যা এগিয়ে আসলে পুত্রকে রক্তাক্ত ও অন্যদের বেধরক মারপিট করে। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় চারজনকে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে বাবা ছেলের অবস্থার অবনতি হলে দ্রুত শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ছেলে রিজনের অস্ত্রোপচার করা হয়।
এ বিষয়ে বাদী হয়ে জোৎস্না বেগম গোবিন্দগঞ্জ থানায় এজাহার জমা দিলে এস আই সঞ্চয় সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছে।