ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়ন ঘাঘা তালসার ৪ নং ওয়ার্ড মন্ডলপাড়ার মোঃ শরিফুল ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছে। (১৯ই-মে) বৃহস্পতিবার ভোরে ঘাঘা তালসার গ্রামে এ ঘটনা ঘটে।
মোঃ শরিফুল ইসলাম ওই গ্রামের মৃত আত্তাব মন্ডলের ছেলে। মৃত শরিফুল ইসলামের একমাত্র ছেলে মোঃ আব্দুর রাজ্জাক এর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি জানান,আমার মা মারা গেছে প্রায় তিন বছর তিনি এই ঘরেই থাকেন,বুধবার দিবাগত রাতের খাবার খেয়ে ঘুমাতে যান আমার বাবা।
সকালে বাড়ির সবাই ঘুম থেকে ওঠার পর তার কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরের দরজা খুলে দেখতে পায়, গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে পার্শ্ববর্তী লোকজন এসে রশি কেঁটে মৃত শরিফুল কে নিচে লাবানো হয়।একমাত্র ছেলে আব্দুর রাজ্জাক এর কাছে সাংবাদিকরা প্রশ্ন করেন,গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে কেনো এবং তার অন্ডকোষে রক্ত প্রশ্নের জবাবে তিনি বলেন চুলকানি ছিলো এর বেশি কিছু আমি কিছু জানি না।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পরিবার ও প্রতিবেশীদের ধারণা আত্মহত্যা করেছে ঠিক আছে কিন্তু তার অন্ডকোষে রক্ত কেনো।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন,কোটচাঁদপুর মডেল থানার পার্শ্ববর্তী ফাঁড়ির আই সি মোঃ মাছুদুর রহমান জানান,ময়না তদন্তের জন্য লাশ ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে,মৃত শরিফুলের অন্ডকোষে রক্ত আছে এটা ঠিক,রিপোর্টে কোন আলামত পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।