পঁচিশে মার্চের ভয়দ রাতে,
নিরস্ত্র বাঙালি হারায় প্রাণ,পাকি-দানবের হাতে।
ঘাতকের বুলেটের মুখে নোয়ায়নি শির,
বক্ষ পেতে লয়েছে মৃত্যু লাখো শহিদ বীর ।
হাজারো চেষ্টায় কেড়ে নিতে পারেনি স্বাধীনতা,
খান ইয়াহিয়া দেয় ঝাঁপ ভাংতে নাচার বাঙালির একতা।
বাংলা মায়ের দামাল সন্তান পড়ল ঝাঁপিয়ে,
বিজয় নিশান আনব এবার শত্রু তাড়িয়ে।
স্বপ্ন স্বাদ পূরণ হল স্বাধীন হল দেশ,
নিশান উড়ানো দেশ পেলো অবাধ বাংলাদেশ।
ন,মাসের সমরে বাঙালি পেলো মুক্তি,
বিশ্বকে জানান দিল আছে বাঙালির শক্তি ।