আজ ২০ অক্টোবর,বুধবার সাঘাটা উপজেলার যমুনা নদীর ডানতীর ভাঙ্গন রোধে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলাধীন কাতলামারী ও সাঘাটা উপজেলাধীন গোবিন্দপুর- হলদিয়া এলাকা রক্ষা প্রকল্প তূক্ত হলদিয়া এলাকা (৬০০০ মিটার) রক্ষা কাজের ভার্চূয়ালী উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডঃ ফজলে রাব্বী মিয়া এমপি।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর, গাইবান্ধা জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী প্রধান, জুমারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য সাখাওয়াত হোসেন, হলদিয়া ইউনিয়ন আওয়ামী লী
গের সভাপতি ওয়াহেদুজ্জামান মন্টু সরকার, সাধারণ সম্পাদক আঃ হাই সহ অনেকেই উপস্থিত ছিলেন ।