নেত্রকোনা মদন উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন চারজন ১৭ই মে মনোনয়নপত্র জমা দিয়েছেন।তারা হলেন,সাবেক উপজেলা চেয়ারম্যান ও মদন উপজেলা বিএনপি’র সভাপতি এম এ হারেছ এর ছেলে এম এ সোহাগ, তরুণ ব্যবসায়ী মোঃ নাজিম উদ্দিন খান, জাহাঙ্গীরপুর শাহী জামে মসজিদের খতিব মুফতি মোঃ আনোয়ার হোসেন ও মদন উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন উজ্জল।
মদন উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ১৯ শে মে যাচাই বাছাইয়ের শেষ দিন এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৬ শে মে। ২০২১ সালের ডিসেম্বরে মদন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমদ পদত্যাগ করলে উক্ত পদটি শূন্য হয়। বাংলাদেশ নির্বাচন কমিশন ১৫ ই জুন মদন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান(পুরুষ ) পদে উপ-নির্বাচন হবে ঘোষনা করেন।