১৭ মে দেশ রত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে র্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৭ মে) সকালে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীদের একটি র্র্যালী বের করে। র্যালীটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের এসে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্রে পুষ্পমাল্য অর্পণ করে। পরে দলীয় কার্লয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে মোবাইল কনফারেন্সে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আতাউর রহমান সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলুর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডলের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বিরু, যুগ্ন সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরে আলম ছিদ্দিক, দপ্তর সম্পাদক অধ্যাপক ফিরোজ খান নুন, শ্রম বিষয়ক সম্পাদক জোবায়ের হাসান মাহমুদ গোলাপ, উপ-প্রচার সম্পাদক অধ্যক্ষ আব্দুর নুর, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক খন্দকার জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সভাপতি তাহেদুল ইসলাম রকেট, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঠান্ডু, গাইবান্ধা জেলা যুবলীগের সাবেক সহ সভাপতি আলতামাসুল ইসলাম শিল্পী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক জালাল উদ্দিন রুমি, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহসানুল হক সুমন, পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল ওহাব, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক শফিউল আলম হিরু,জেলা ছাত্রলীগের সহসভাপতি শাহ আলী চৌধুরী রকি,উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ফরহাদ আলী, জেলা ছাত্রলীগের সদস্য সোহাগ মাহি। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা লীগের সভাপতি কাজী হুসাইন আহম্মেদ প্রমুখ।