যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের সোনাকুড় গ্রামের তালসারির মাঠ এলাকায় আব্দুর সাত্তারের লেবু বাগান থেকে সকিনা খাতুন ওরফে সখী (৪০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। উদ্ধারকৃত লাশটি উক্ত গ্রামের নিয়াম উদ্দীনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকিনা খাতুনের সাথে নিয়াম উদ্দিনের ২৫ বছর পূর্বে বিবাহ বন্ধনে হয়। তাদের সংসার জীবনে দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। গৃহবধূর মেয়ে শশুর বাড়ীর লোকজনের অভিযোগ করেন রবিবার সন্ধ্যায় সকিনা খাতুন মনিরামপুর উপজেলার পাঁচপোতা গ্রামে বাবারবাড়ি যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। কিন্তু বাবার বাড়ি পৌছায়নি। বাড়ির লোকজন নিকটতম আত্মীয় স্বজনের নিকট খোঁজ খবর নিয়েও তাকে খুঁজে পায়নি। অতঃপর সোমবার (১৬ মে) সকাল ৯টার দিকে সোনাকুড় গ্রামের তালসারির মাঠের আব্দুর সাত্তারের লেবু বাগানে ওই গৃহবধূ সকিনা খাতুনের মরদেহ দেখতে পান স্থানীয় চাষীরা। পরবর্তীতে স্থানীয়রা থানা পুলিশে খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করেন সিনিয়র সার্কেল এসপি জুয়েল ইমরান ও থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর সদর হাসপিটালে পাঠানো হয়েছে।
থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, কি কারণে এই হত্যা কান্ড ঘটেছে, সেটা এই মুহুর্তে বলা সম্ভব হচ্ছে না। তবে পরকীয়ার কারণে এই হত্যা কান্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রাতে এই রিপোর্ট লেখা পূর্ব মুহুত্ব পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।