নেত্রকোণার দুর্গাপুরে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব -১৭) উদ্বোধন করা হয়েছে।
দুর্গাপুর উপজেলা প্রশাসন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয় । সোমবার (১৬মে)সকালে পৌর শহরের ডন বস্কো কলেজ মাঠে এ খেলার উদ্বোধন করেন ইউ এন ও মোহাম্মদ রাজীব উল আহসান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, সহকারী কমিশনার (ভূমি)মোঃ আরিফুল ইসলাম, দুর্গাপুর সার্কেলের এ এস পি মাহমুদা শারমিন নেলী,প্যানেল মেয়র মশিউজ্জামান বাদল, সাবেক জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম শফিক, প্রেসক্লাব সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, কাকৈরগড়া ইউনিয়ন চেয়ারম্যান বাচ্চু তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দীন, ডন বস্কো কলেজের ভাইস প্রিন্সিপাল রুমন রাংসা,সুসং আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক এ কে এম ইয়াহিয়া, থানা ওসি মোঃ শিবিরুল ইসলাম, শেখ আল আমিন প্রমুখ।
উদ্বোধনী খেলায় দুর্গাপুর পৌরসভা একাদশ ও কাকৈরগড়া ইউনিয়ন একাদশ অংশগ্রহণ করে। খেলায় দুর্গাপুর পৌরসভা একাদশকে ১-০ গোলে পরাজিত করে কাকৈরগড়া ইউনিয়ন একাদশ জয়ী হয়।