গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরশহরের সোনারপট্টিতে শতবর্ষী বটগাছের ডাল ভেঙ্গে যে কোন সময় প্রাণহানি ঘটার আশংকা দেখা দিয়েছে।
জানা গেছে, গোবিন্দগঞ্জ পৌরশহরের সোনারপট্টিতে সঞ্জয় জুয়েলার্স, আপন জুয়েলার্স, ভাগ্যলক্ষি জুয়েলার্স, অরুপ জুয়েলার্স, মনিকা জুয়েলার্স, রত্না জুয়েলার্স, জান্নাতি জুয়েলার্স, তালহা সু-ষ্টোর, আপেল সু-ষ্টোর, রায়হান কসমেটিকস্, বিথী দই ঘরকে ঘিরে রেখেছে, শতবর্ষী এই বটগাছ।
সম্প্রতি কয়েক দিনের বর্ষা ও ঝড়ে ওই বটগাছের একটি ডাল ভেঙ্গে পড়ে জুয়েলার্স ব্যবসায়ীদের ঘরের উপর। এতে ব্যবসায়ীরা প্রাণহানির আশংকায় ভুগছেন বলে তারা জানান।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুকিতুর রহমান রাফি,পৌর আওয়ামীমী লীগের সহ-সভাপতি ৬ নং ওয়ার্ড কাউন্সিলর রিমন তালুকদার ঘটনার স্থল পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন ব্যবসায়ীদের।