শ্যামল ঘেরা জগত সেরা লাবণ্যময় ভরপুর,
মম হৃদয় তোমার প্রতি প্রগাঢ় প্রীতি সুমধুর।
বাংলার তেরোশ নদ নদীর আছে চলার আস্তানা,
বয়ে চলেছে ঝাঁকের ডিঙি যেন রূপের ঝরনা।
গভীর বনে সাঁঝের বেলা বিহঙ্গদের আস্তানা ।
পাখির কূজনে রক্তিম সূর্য নবীন পেলো মোহনা,
ঋতুর ভেদে ভিন্ন শোভায় ফুটছে ভিন্ন ফুল,
সৌরভে তার হৃদয় পেতে করিনি কভু ভুল।
শ্যামল ঘেরা সবুজ বাংলা মাঠ ভরা যে ধান,
আমার বাংলা সবুজ ঘেরা নিখিল সেরা ধন।