জেলা পুলিশ, কুড়িগ্রামের মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে অদ্য ১৪.০৫.২০২২ খ্রি. তারিখ ১৪ঃ১৫ ঘটিকায় ডিবি কুড়িগ্রাম কতৃক নাগেশ্বরী থানাধীন কদমতলা বাজার এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে ধৃত আসামী মোঃ শফিউদ্দিন ওরফে গেন্দা (৬৩) পিতা- মৃত শাহারউদ্দিন সাং- আজমাথা (কানুরকুঠি) থানা- নাগেশ্বরী জেলা- কুড়িগ্রামের বসত বাড়ি হতে মোট – ৭০০ পিস ইয়াবা সহ গ্রেফতার পূর্বক নিয়মিত মাদক আইনে মামলা রুজু করা হয়।