কুড়িগ্রাম জেলা, রাজারহাট উপজেলায় সারা দেশের ন্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে,সকাল ১১.০০ঘটিকায় সময় উপজেলা সভাকক্ষে ঈদে মিলাদুন্নবী (সাঃ)রাষ্ট্রিয় ভাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে তাসনিম এর সভাপতিত্বে আলোচলা শুরু হয়।
সর্ব কালের শ্রেষ্ট মহামানব হয়রত মুহাম্মদ(সাঃ) ১২ই রবিউল আউয়াল রোজ সোমবার সুবে সাদিকে সময় মহাকালের এক মহাক্রান্তিলগ্নে তিনি জম্মগ্রহন করেন।আবার ৬৩ বছরের এক মহান আদর্শীক জীবন অতিবাহিত করে ৬৩২খ্রিষ্টাব্দে ১১হিজরি ১২রবিউল আউয়াল তারিখে একই দিনে তিনি এ দুনিয়া ছেরে চলে যান।রাসুল (সাঃ)যেদিন এই জগতে এসেছিলেন,সেদিন বিশ্ব জাহান হেসেছিল,আনন্দ নেচেছিল, আমিরুল মুমিনিন হয়রত আলী (রাযি.) বলেন,যে রাতে মুহাম্মদ (সাঃ)জগতে আসবেন সে রাত পুরো রাত আল্লাহর প্রতিটি সৃষ্টি আনন্দে মেতেছিল, প্রতিটি পাথর,প্রতিটি বালু কণা,প্রতিটি দূলিকণা,গাছের পাতা, আকাশের তারকা,জমিনের সব সৃষ্টি আল্লাহর তাসবিহ্ পাঠ করছিল।তাই রাসূল (সাঃ)জম্মের দিনে মুমিনদের খুশির বার্তা রয়েছে।শুধু মুমিনই নয়,সমগ্র জগতবাসীর জন্য রাসূল (সাঃ)এই জগতে এসেছিলেন আল্লাহর রহমত হয়ে।
সূরা আল আম্ববিয়ায় আল্লাহ এরশাদ করেন,আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছি।
রাজারহাট উপজেলা কেন্দ্রীয় সমজিদের ইমামে দোয়ার মধ্যে দিয়ে ঈদে মিলাদুন্নবী (সাঃ) আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষ হয়।
ঈদে মিলাদুন্নবী (সাঃ) ২০২১ উদযাপন ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,
রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে তাসনিম, উপজেলার ভাইস চেয়ারম্যান আশিকুর রহমান সাবু মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আরা সুলতানা,সহকারী কমিশনার (ভূমি)আকলিমা বেগম।অফিসার ইনচার্জ রাজু সরকার, ইন্জিনিয়ার আবু তাহের, বিভিন্ন মসজিদে ইমামগন ও সাংবাদিক বৃন্দ।