গত ১২ মে বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাঝিড়া ইউনিয়নের ডোমনপুকুর টিকাদারপাড়া গ্রামে পুলিশ অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে শাওনকে।
বগুড়ার শাজাহানপুরে পুলিশের গ্রেফতার এড়ানোর জন্য বসত বাড়ির চারপাশে সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসার অভিযোগ উঠেছে মোমিনুল ইসলাম ওরফে শাওন(৩২) নামের এক যুবকের বিরুদ্ধে।
গ্রেফতারকৃত মোমিনুল ইসলাম ওরফে শাওন ডোমনপুকুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে ।
পুলিশের দাবি, ওই সময় মাদক বেচাকেনার কাজে ব্যবহত ৪ টি মোবাইল ফোন, ১টি সিসি ক্যামেরা,১ টি মোটরসাইকেলসহ ১৩ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়।
থানা পুলিশের এস আই হাফিজুর রহমান জানান, গ্রেফতার এড়ানোর জন্য শাওন নিজ বাড়ির চারপাশে সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট খুরচা ও পাইকারী মাদক বিক্রয় করে আসছিলেন। অভিযানের সময় সিসি ক্যামেরায় পুলিশের উপস্থিতি টের পয়ে তিনি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয় ।
শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রউফ জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পুর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।